চুক্তি বাড়াবেন না দ্রাবিড়, ভারতের নতুন কোচ হতে পারেন যিনি
২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের। সেই চুক্তি নাকি তিনি আর নবায়ন করবেন না। ভারতের শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়ে এমন তথ্য।
রোহিত-কোলহিদের নতুন কোচ হতে পাড়েন ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। যিনি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। এর আগে ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন লক্ষ্মণ।
বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্রাবিড় যোগাযোগ করে জানিয়েছেন, পূর্ণ মেয়াদে দলের প্রধান কোচ থাকতে তিনি আর ইচ্ছুক নন। প্রায় ২০ বছর ধরে খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন দ্রাবিড়। কোচ হিসেবেও গত দুই বছরও একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেটা তিনি আর চাইছেন না। জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হিসেবেই তিনি ঠিক আছেন, এই দায়িত্বে থাকলে তিনি তাঁর শহর বেঙ্গালুরুতেও থাকতে পারবেন।’