প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যা বললেন তামিম ইকবাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার(২৩ নভেম্বর)রাতে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে তিনি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন-Its always a pleasure to meet the Honourable PM (মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।) দেখা করলেও প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে তা পরিষ্কার করেননি তামিম।
তবে একটি গণমাধ্যমকে তিনি বলেছেন,বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এসময় ক্রিকেট নিয়ে একদমই কথা হয়নি তেমন নয়, অল্প কিছু কথা হয়েছে বলেও জানান তামিম।
আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে মনোনয়ন নেয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন তামিম- সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এনিয়ে তামিমের কোনো কথা হয়নি।
অন্য এক গণমাধ্যমের খবরে বলা হয়,তামিমের ইনজুরির খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিম কবে মাঠে ফিরতে পারেন সে বিষয়েও জানতে চেয়েছেন সরকারপ্রধান। এসময় তামিমের স্ত্রীর সঙ্গেও গল্প করেন শেখ হাসিনা।
এর আগে, চলতি বছরের জুলাইয়ে হঠাৎ করে অবসরের সিদ্ধান্ত নিলে প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম ইকবাল। ওইসময় প্রধানমন্ত্রী তামিমকে ডেকে পাঠিয়ে তাকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান। অবসর ভেঙে দলে ফিরলেও বিশ্বকাপের আগে অপ্রত্যাশিতভাবে দল থেকে বাদ পড়েন তামিম। জাতীয় ক্রিকেট লিগেও খেলেননি ফিট না থাকার কারণে। নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন জাতীয় দলের এই ওপেনার।