কবে অবসর নেবেন, জানালেন দি মারিয়া
আনুষ্ঠানিকভাবে বিদায়ের সময় জানিয়ে দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার আনহেল দি মারিয়া। ২০২৪ কোপা আমেরিকা পর আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দি মারিয়া তার ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন এই কথা।
পোস্টে নিয়ে দি মারিয়া বলেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যে জার্সি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি। সমর্থক, পরিবার ও সতীর্থদের ধন্যবাদ। আমরা ইতিহাস লিখতে থাকব, যা থাকবে অনন্তকাল।’
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, ‘বাছাইপর্বে আমার শেষ ম্যাচ খেলে ফেললাম। সতীর্থ, বন্ধুদের ভালোবাসা প্রতিটি মুহূর্তে উপভোগ করেছি, তাদের ছাড়া গল্পটা এমন হতো না। তাদের ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে।’
২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় দি মারিয়ার। এরপর আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৩৬ ম্যাচ। গোল করেছেন ২৯টি, করিয়েছেনও ২টি।