তবে কী গুঞ্জনকারীদের এক হাত দেখালেন ঐশ্বরিয়া?
বিভিন্ন পার্টিতে যোগ দেওয়া,পারিবারিক সেলিব্রেশনসহ নিত্য ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি ভাইরাল হয় নেটপাড়ায়। তাকে নিয়ে নেটিজেনদের গুঞ্জনেরও শেষ নেই। ঐশ্বরিয়ার বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করা নিয়েও উত্তাল নেট দুনিয়া। ‘হঠাৎ কেনইবা বাবার বাড়িতে থাকছেন?’ তবে কী বচ্চন পরিবারকে ত্যাগ করতে চলেছেন? অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে নাকি বাড়ছে দূরত্ব-এরকম হাজারো প্রশ্ন নেটিজনদের মনে।
আবার নেটিজেনদের অনেকে এও বলেছেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের সাম্প্রতিক কিছু পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে বচ্চন পরিবারকে ত্যাগ করতে চলেছেন ঐশ্বরিয়া। তাদের দাবি ঐশ্বরিয়ার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক ঘটনা নয়। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে কথা কাটাকাটির জেরেই নাকি বাড়ি ছাড়া হয়েছেন ঐশ্বরিয়া ও আরাধ্যা। নেটিজনদের মনে এসব বিষয় ঘোরাফেরা করলেও অভিষেক, জয়া, অমিতাভ কিংবা অভিষেক কেউই এব্যাপারে মুখ খোলেননি।
আবার গত ১৬ নভেম্বর প্রকাশ হওয়া একটি ছবি নিয়ে নেটিজনদের কাছ থেকে বিপরীতধর্মী বক্তব্যও এসেছে। তারা বলছেন,তাহলে কি ঐশ্বরিয়া রাইয়ের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? বচ্চন পরিবারের অশান্তির নেপথ্যে কী ঐশ্বরিয়া রাইয়ের কোনো দোষ? নাকি সব দোষ নিজের কাঁধে নিয়ে ফের সংসারে মন দিতে চাইছেন জুনিয়র ঘরনি! সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই একটি ছবি ঘিরেই যত জল্পনা। যে ঐশ্বরিয়া রাই অমিতাভ বচ্চনের জলসা ছেড়ে মায়ের বাড়িতে উঠেছেন, সে ঐশ্বরিয়া রাই ছবি তুললেন গোটা বচ্চন পরিবারের সঙ্গে! তাও আবার মেয়ে আরাধ্যার জন্মদিনে।
১৬ নভেম্বর ছিল ঐশ্বর্য ও অভিষেকের একমাত্র মেয়ে আরাধ্যার জন্মদিন। দাদু অমিতাভ, নাতনির জন্মদিনে একটিও শব্দ খরচ করেননি। তবুও ঐশ্বরিয়া রাই বচ্চন পরিবারের সবার সঙ্গে মেতে উঠলেন মেয়ের বার্থডে পার্টিতে। ছবি দেখে সবাইকে তো বেশ খুশি খুশিই লাগছে। নেটিজনদের অনেকের মনে প্রশ্ন-তাহলে কি বচ্চন পরিবারের কোন্দল মিটে গিয়েছে, নাকি সংসারের অশান্তিকে সবার থেকে লুকিয়ে রাখার জন্যই এমন ছবি তুলেছেন ঐশ্বর্য! নেটিজনদের এসব কাণ্ডকারখানা দেখে দর্শকদের অনেকের মন্তব্য সঠিব সময়ে ছবি ছেড়ে গুঞ্জনকারীদের মোক্ষম জবাব দিয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।