আর্কাইভ থেকে ক্রিকেট

যতো টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে দুটি টেস্টে ম্যাচের প্রথমটি শুরু হবে ২৮ নভেম্বর।

ম্যাচটি মাঠে বসে দেখতে টিকিটির দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা, পূর্ব গ্যালারি দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।  ক্লাব হাউজে ৩০০  এবং গ্র্যান্ড স্ট্যান্ডের বসে খেলা দেখতে হলে গুনতে হবে ১০০০ টাকা।

সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে এই টিকিট।  এ ছাড়া রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামেও পাওয়া যাবে এই টেস্টের টিকিট। ২৭ নভেম্বর থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত সংগ্রহ করা যাবে টিকিট।

 

এ সম্পর্কিত আরও পড়ুন