নির্বাচনি জনসভায় জামায়াত আমির
'পাঁচ বছরে একবার দেখা যায়, বাকি সময় হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না'
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল পাঁচ বছরে একবার মানুষের সামনে আসে, এরপর সাড়ে চার বছর তাদের হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। তিনি আরও বলেন, কেউ কেউ আবার বসন্তের কোকিলের মতো শুধু নির্বাচনের সময় হাজির হয়ে কুহু কুহু ডাক শুরু করে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ড. শফিকুর রহমান ১০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণ যদি এই জোটকে সংসদে পাঠায়, তাহলে সরকার গঠন করে দেশের মানুষের জীবনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, “শুধু নদীর জীবন নয়, মানুষের জীবনেও আমরা নতুন গতি ফেরাবো, ইনশাল্লাহ।”
তিনি অভিযোগ করেন, দেশের প্রধান চারটি নদী ধ্বংস করে ফেলা হয়েছে। প্রশ্ন তুলে তিনি বলেন, “নদীগুলোর কি কোনো অভিভাবক ছিল না? তাহলে তারা কেন মারা গেল?” তার ভাষায়, পরিকল্পিতভাবে এই অঞ্চলগুলোকে বঞ্চিত করে পিছিয়ে রাখা হয়েছে।
উত্তরবঙ্গের উন্নয়নে পাঁচ বছরই যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, “এই এলাকার মাটি উর্বর, মানুষ পরিশ্রমী। ষড়যন্ত্র না হলে উত্তরবঙ্গ কখনো পিছিয়ে থাকত না।”
ড. শফিকুর রহমান আরও প্রতিশ্রুতি দেন, দেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, “যারা হাজার কোটি টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনব। আর কাউকে চুরি করতে দেওয়া হবে না।”
বক্তব্য শেষে ড. শফিকুর রহমান পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলি প্রতীক এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
এমএ//