চূড়ান্ত তালিকা সোমবার প্রকাশ করবে জাতীয় পার্টি : চুন্নু
অবরোধের বিষয়টি মাথায় রেখে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৭২০টি ফরম বিক্রি হয়েছে। জাতীয় পার্টি আগামী সোমবার (২৭ নভেম্বর) ৩০০ আসনে মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। জানালেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন চুন্নু।
মুজিবুল হক বলেন, এই দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ। এখানে সবাই এরশাদপন্থী। এখানে আর কোনো পন্থী নেই। রওশন এরশাদ আমাদের মুরুব্বি। তার জন্য কোনো সময়ের বাধ্যবাধকতা নেই। তিনি বললে মনোনয়নপত্র তার বাসায় পাঠিয়ে দেয়া হবে।
জাপা মহাসচিব বলেন, নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ।
প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখনো মনোনয়ন ফরম তোলেননি। ফরম নেননি তার ছেলে রাহগির আল মাহি এরশাদও (সাদ এরশাদ)।