রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহ নামে এক সাবেক হেড মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আতাউল্লাহ ওই ক্যাম্পের মৃত জালাল আহমদের ছেলে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উখিয়ার পালংখালী ১৯ নম্বর ক্যাম্পে এই হত্যাকাণ্ড ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
শামীম হোসেন জানান, সন্ত্রাসী গ্রুপ আরসা’র সদস্যরা ১৯ নম্বর ক্যাম্পের ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় আতাউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে আশেপাশের রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।