রাজশাহীতে একমাসে বিএনপির ১২৭২ নেতাকর্মী গ্রেপ্তার
রাজশাহীতে একমাসে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ১২৭২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, ‘গেলো ২৬ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত রাজশাহী মহানগরের বিভিন্ন থানায় ২৯টি মামলায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর রাজশাহী জেলার ৯ থানায় ১১টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭১৮ জনকে। এই ১২৭২ নেতাকর্মী এখন কারাগারে রয়েছেন।’
শনিবার আরও শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে মিনু বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্থা হরতাল-অবরোধের মধ্যে গাড়ি পোড়াচ্ছে। আর পুলিশ মামলা করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। তাদের বাড়িতে না পেলে স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। দুর্ব্যবহার করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই সরকার বিএনপির নেতাকর্মীদের জেলে পুরে আবারও একটি একতরফা নির্বাচন করতে চায়। এভাবে ২০১৪ সালে ভোট করেছে। কিন্তু দেশের মানুষ ভোট দিতে যায়নি। ভোটকেন্দ্রে জন্তু-জানোয়ার বিচরণ করেছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে সারা বিশ্বের কাছে দেশকে অপমানের দেশ হিসেবে সরকার প্রতিষ্ঠিত করেছে। এবারও ৭ জানুয়ারির ভোট দেশের মানুষ দিতে যাবে না। যে ভোটে দেশের মানুষ অংশ নেয় না, সেই ভোট ভোট না। এ রকম নির্বাচন পৃথিবীর কোথাও গ্রহণযোগ্যতা পাবে না।’
নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগরের সভাপতি এরশাদ আলী ঈসাসহ বিএনপিমনা আইনজীবীরা উপস্থিত ছিলেন।