শ্যালককে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুলাভাইয়েরও
শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
নকলা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আব্দুল কাদের মিয়া এ তথ্য জানিয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন- আদমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে খোকা মিয়া ও তার চাচাতো দুলাভাই মৃত হাবিল উদ্দিনের ছেলে তাফাজ্জল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে খোকা মিয়া তার নতুন নির্মিত বাড়ির দেওয়ালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। পানি দেয়া শেষ করে মোটরটি খুলে আনার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ওইসময় চিৎকার শুনতে পেয়ে বাড়ির পাশ থেকে চাচাতো বোন জামাই তাফাজ্জল হোসেন খোকা মিয়াকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।