দীপিকার ঘাড়ে রণবীরের নাম, ট্যাটু করলানে তিনিও
২০০৭ সাল থেকে টানা দুইবছর সম্পর্কে ছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। দুই তারকার সম্পর্ক যেভাবে এগোচ্ছিল, তা দেখে সবাই ভেবেছিল যে, বিয়ের পিঁড়িতে খুব তাড়াতাড়ি বসবে এই তারকা জুটি। কিন্তু ২০০৯ সালে সম্পর্ক ভেঙে যায় রণবীর-দীপিকার। সম্পর্কে থাকাকালীন রণবীরের নামের উল্কি করান অভিনেত্রী। সম্পর্ক ভাঙতেই অনেক কষ্টে সেই ট্যাটু নিজের শরীর থেকে মোছেন দীপিকা। যদিও সেই ঘটনার বহু বছর কেটে গিয়েছে। এ বার রণবীর নিজের শরীরের ট্যাটু করালেন। জামা সরিয়ে দেখালেন সেই ট্যাটু।
একটা সময় রণবীরের ‘ক্যাসিনোভা’ বলে নামডাক ছিল বলিউডের অন্দরে। এখন তিনি ঘোরতর সংসারী। আলিয়া ভাটের সঙ্গে সংসার পেতেছেন, এক বছরের ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা তিনি। মেয়ের নাম রেখেছেন রাহা। ছোট্ট রাহাকে নিয়েই দিনের বেশির ভাগ সময় কাটান রণবীর। এবার সেই মেয়ের নামের ট্যাটু করলানে শরীরে। নিজের আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রচারে গিয়ে জামার কলার সরিয়ে দেখালেন ট্যাটু।