আর্কাইভ থেকে বাংলাদেশ

লঞ্চের টিকিট কাটতে লাগবে পরিচয়পত্র

আসছে ঈদুল ফিতরে লঞ্চের টিকিট কাটতে হলে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি জমা দিতে হবে। জানালেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রী জানান, ঈদুল ফিতরে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি জমা দিতে হবে। আর যাদের এনআইডি কার্ড নেই, তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সার্টিফিকেট লাগবে। যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ঈদের পাঁচদিন আগ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ঈদের পরে স্থায়ীভাবে এটা করা হবে। এর আরেকটি কারণ আছে। ইতোমধ্যে লঞ্চের কেবিনের মধ্যে দুর্ভাগ্যজনক কয়েকটি ঘটনা ঘটেছে। সেগুলো তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিপদের মধ্যে পড়ে যায়। কাজেই নিশ্চিত হতে হবে, কোন যাত্রী কোন লঞ্চে পারাপার হচ্ছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে কোনো লঞ্চের মালিক নির্ধারিত থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। কম টাকা ভাড়া নিয়ে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না। অনেকক্ষেত্রে লঞ্চে কম ভাড়া নিয়ে অতিরিক্ত যাত্রী তুলে ফেলে। এতে ওই লঞ্চ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই লঞ্চে নির্ধারিত ভাড়াই নিতে হবে।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ঈদের ৫ দিন আগে ও ৫ দিন পর পর্যন্ত মালবাহী লঞ্চ চলবে না। আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টস পর্যায়ক্রমে ছুটি হবে বিজিএমইএ থেকে জানিয়েছে। রাতে স্পিড বোট চলবে না। দিনে মালবাহী নৌযান চলবে না। পদ্মা সেতুর নিচ দিয়ে এখন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ৬টি ফেরি চলছে। ঈদে সবগুলো ২৪ ঘণ্টা চলার সিদ্ধান্ত হয়েছে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন