বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করবে জাতীয় পার্টি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় প্রার্থী তালিকা ঘোষণা করবে দলটি
দলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে সোমবার (আজ) বিকালে ৪টায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এর আগে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করার তথ্য নিশ্চিত করেছেন।
২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে জাতীয় পার্টি। ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর ৮ বিভাগের মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার শেষ হয়।