যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায় হামাস, তবে...
গাজায় চলমান যুদ্ধবিরতির শেষ দিনে জিম্মি মুক্তির বিনিময়ে এ সময় বাড়াতে চায় হামাস। রোববার (২৬ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এ বিষয়ে নিশ্চিত করেছে সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি।
সোমবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস জানায়, ফিলিস্তিনের কারাবন্দিদের মুক্ত করতে সোমবার রাতের পরে যুদ্ধবিরতি বাড়াতে চায় তারা।
চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত ৪০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অপরদিকে ১১৭ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্ত করেছে ইসরায়েল।
চুক্তি অনুসারে চারদিনের যুদ্ধবিরতিতে হামাস মোট ৫০ জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল ১৫০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্ত করবে।
এদিকে যুদ্ধবিরতির বাড়ানোর পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অন্যদিকে গেলো শনিবার (২৫ নভেম্বর) কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, যুদ্ধবিরতির চুক্তিতে এর মেয়াদ বাড়ানোর সুযোগের কথা বলা হয়েছে।
গেলো ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এ সহিংসতার দেড় মাস পার হওয়ার পর গেলো শুক্রবার থেকে শুরু হয়েছে চারদিনের যুদ্ধবিরতি।