পাপনের বাসা থেকে বের হয়ে কথা বললেন না তামিম…
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার বাসায় আজ সোমবার (২৭ নভেম্বর) জরুরি বৈঠকে বসেছিলেন ওপেনার তামিম ইকবাল। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলে সেই আলোচনা।তারপর বের হয়ে আসেন তামিম। জানতে চাওয়া হয়েছিল কী কথা হলো পাপনের সঙ্গে। এর উত্তর না দিয়ে চলে গেলেন টাইগার এই ওপেনার।
তামিম কথা না বললেও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি জানান, আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলবেন না তামিম। তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বিপিএলের পর।
পাপন জানান, বিসিবিতে আর সর্বোচ্চ এক বছর থাকতে চান তিনি। বিসিবি বস বলেন, এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব।