আর্কাইভ থেকে বাংলাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধিজীবীরা সমাহিত

১৯৭১ সালের গণহত্যায় নিহতদের দেহাবশেষ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে আজ। 

সোমবার (১১ এপ্রিল) পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাপ্রধান জেনারেল জানান, এই দায়িত্ব পালন করতে পেরে সেনাবাহিনী গর্বিত। 

শুরুতেই নীরবতা পালন ও স্যালুট প্রদান করা হয়। ১৯৯৯ সালের ২৭ জুলাই রাজধানীর মিরপুরের একটি মসজিদের সংস্কার কাজের সময় বেরিয়ে আসে একাত্তরে হত্যাযজ্ঞের এই স্মৃতিচিহ্ন। মাথার খুলি ও হাড়গোড়ের সাথে পাওয়া যায় চুল, ওড়না ও কাপড়সহ বিভিন্ন সামগ্রী।

সেনাবাহিনীর উদ্যোগে মিরপুর থেকে প্রায় ৫ হাজার কঙ্কাল এবং বেশ কিছু খুলি উদ্ধার করা হয়। তবে এ সকল দেহাবশেষের আলাদাভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উদ্ধার করা এসব আলামত গণহত্যার নিদর্শন কিনা তা নিশ্চিতে পরীক্ষা-নিরীক্ষা করে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য নেয়া হয় শহীদদের স্বজনদের দেহের টিস্যুর নমুনা।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন