আর্কাইভ থেকে ক্রিকেট

নিজের ভবিষ্যৎ জানালেন তামিম

আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন তামিম ইকবাল।  বৈঠকের ঘন্টা পাঁচেক পর সংবাদ সম্মেলন করেন তামিম।  সেখানে তামিম জানান, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে  আবারও মাঠে ফিরবেন তিনি।

আজ সোমবার বিকাল ৫ টায় বনানীর ডিওএইচএসে নিজ বাসভবনে গণমাধ্যমকে তামিম বলেন, 'আগামী জানুয়ারীতে বিপিএল দিয়ে আমি আবারও ক্রিকেটে ফিরবো।'

দেশ সেরা এই ওপেনার বলেন, ‘বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচন নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। তাই তিনি আমাকে জানুয়ারি পর্যন্ত থামতে বলেছেন। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। আমি হয়তো বা বিপিএল থেকে আমার খেলাটা শুরু করব।’

তামিম আরও বলেন, ‘আমি আবারও ক্লিয়ার করলাম যে আমি কখনো কোনো সময় এই জিনিসটা করব না বা করতে চাই না। আরেক মাস সময় নিই বা আরও কিছু সময় নিই। আমি আপনাদের বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে।’

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন