রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন ১০ শিক্ষক-শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলা অনুষদের ছয়জন শিক্ষককে অবসরপ্রাপ্ত সম্মাননা ও চার জন শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন ভবন চত্বরে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এসব ডিনস্ অ্যাওয়ার্ড ও সম্মাননা তুলে দেন।
চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক।
অবসরপ্রাপ্ত সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক আবু তাহের ও সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক আব্দুল মতিন তালুকদার, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক মিরাতুল আরা। এছাড়া চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক গোলাম ফারুককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।
অনুষদের আওতাধীন বিএফএ (সম্মান) পরীক্ষায় অনুষদে কৃতিত্বপূর্ণ ফলাফল করায় ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের কারুশিল্প ডিসিপ্লিনের মনিকা এমেলিয়া (২০১৮) ও খাদিজাতুল কোবরা (২০১৯) এবং একই বিভাগের শিল্পকলার ইতিহাস ডিসিপ্লিনের আল মুহতামিম (২০২০) ও আনিকা মাইসা রহমান বর্ষা (২০২১)।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, চারুশিল্পীরা সৃজনশীলতার মাধ্যমে তাদের সৃষ্টিশীলতা আরও এগিয়ে নিয়ে যাবে। তাদের কর্ম পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করবে। তাঁদের কর্ম দ্বারা ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারি। এছাড়া উপাচার্য শিক্ষা ও গবেষণায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে উপাচার্য চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মরহুম শিক্ষক অধ্যাপক গোলাম ফারুকের স্মরণে ‘শিল্পী গোলাম ফারুক প্রিন্টমেকিং স্টুডিও’ উদ্বোধন ও সেখানে ছাপচিত্র পরিদর্শন করেন।