পেনাল্টি পেয়ে ফিরিয়ে দিলেন রোনালদো
গতকাল সোমবার রাতে যেন অন্য এক রোনালদোকে দেখা গেলো! প্রতিপক্ষের ডি বক্সে ফাউল থেকে পেনাল্টি পেলে তা থেকে গোল করবেন এমন রোনাদোকেই চেনে সবাই। অথচ এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে ম্যাচে পেনাল্টি পেয়েও রেফারির সিদ্ধান্ত পালটাতে বলেন রোনালদো। পর্তুগিজ তারকাকে দেখে মনে হচ্ছিল তিনি আল নাসরের নন, পার্সেপোলিসের ফুটবলার।
রোনালদোর পেনাল্টি ফিরেয়ে দেওয়ার ম্যাচে ইরানের ক্লাবটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আল নাসর। জয় না পেলেও এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি।
এ ম্যাচ নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো, যেখানে শীর্ষে থেকে পরের রাউন্ডে ওঠায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি, ‘গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করতে পেরে ও টানা ২০ ম্যাচে অপরাজিত থাকতে পেরে খুশি। দারুণ টিমওয়ার্ক।’