ধসে পড়ার ১৭ দিন পর টানেল থেকে উদ্ধার হলেন ৪১ শ্রমিক
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে নির্মাণাধীন একটি টানেল ধসে পড়ার ১৭দিন পর টানেলের মধ্যে আটকে থাকা ৪১ শ্রমিকের সবাইকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে টাইমস অব ইন্ডিয়া,সংবাদ প্রতিদিনসহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপে ১৫ জনকে বের করে আনার পর টানেলের অন্য অংশে একটি অস্থায়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পরবর্তীতে অন্যদেরও উদ্ধার করে এনে চিকিৎসাসেবা দেওয়া হয়।
টানেল থেকে আটকে পড়াদের উদ্ধার করতে পাহাড় কেটে তৎপরতা শুরু করে করে স্থানীয় প্রাদেশিক উদ্ধারকারী দল। পরবর্তীতে কেন্দ্রীয় দুর্যোগ মন্ত্রণালয় উদ্ধারকারি দল পাঠায়। অনেক চেষ্টার পর ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় টানেলে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছে যায় উদ্ধারকারী দল। তারপর শুরু হয় শ্রমিকদের বের আনার প্রক্রিয়া। অবশেষে ১৭ দিন পর রাত সাড়ে ৮টার দিকে একে একে বেরিয়ে আসিতে থাকেন শ্রমিকরা। আর স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁদের পরিবারের সদস্যরাও।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ড প্রদেশের মূখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছিলেন, শ্রমিকদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরিয়ে পাইপলাইন স্থাপনের যে কাজ চলছিল সেটি সফলভাবে শেষ হয়েছে। দুই ফুট ব্যাসার্ধের এই পাইপের মধ্যে দিয়ে একে একে শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে আনা হবে।
প্রসঙ্গত, উত্তরাখণ্ড রাজ্যের সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল উত্তরকাশীর ওই টানেলটি। গত ১২ নভেম্বর সেখানেই হঠাৎ ধস নামে। সাড়ে চার কিলোমিটার লম্বা এই টানেলটির ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে ধস নেমেছিল। এসময় আটকা পড়েন ৪১ শ্রমিক। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উত্তরকাশী জেলার এসপি অর্পণ যদুবংশী। তাঁর তদারকিতেই শুরু হয় উদ্ধার অভিযান। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ফায়ার সার্ভিস শুরু করে উদ্ধার তৎপরতা। দীর্ঘ ১৭ দিন পর শ্রমিকরা পেলেন মুক্তির স্বাদ।