আর্কাইভ থেকে ক্রিকেট

আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটলো নামিবিয়া

তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের প্রথম দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটলো নামিবিয়া। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিলো দলটি।

আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে অপরাজিত তারা।  ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পায় নামিবিয়া। সেবার প্রথম পর্ব পেরিয়ে গেলেও গতবার সেটি করতে ব্যর্থ হয় তারা।

মঙ্গলবার টসে হেরে ব্যাটিংয়ে নামা নামিবিয়ার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৭ রান।

রান তাড়ায় ইনিংসের কোনো পর্যায়েই গতি পায়নি তানজানিয়া।  শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৯ রানেই আটকে যায় তারা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন