চলন্ত কাভার্ডভ্যান আগুন, সহকারী দগ্ধ
বিএনপির অষ্টম দফায় অবরোধ চলছে। অবরোধ শুরুর আগের রাতে নারায়ণগঞ্জে চলন্ত কাভার্ডভ্যান আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সহকারী দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিন বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলার সোনারগাঁও উপজেলার শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের শিকার কাভার্ডভ্যানটি টাইলস বহন করছিল।
আহত কাভার্ডভ্যানের সহকারীর নাম সায়মন (২৪)। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন তালতলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আসাদুর রহমান।
তিনি জানান, রূপগঞ্জ থেকে মদনপুর যাওয়া পথে এশিয়ান হাইওয়ের সড়কের শিংলাব এলাকায় টাইলস বোঝাই চলন্ত কভার্ডভ্যানে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কভার্ডভ্যানের ভেতরে থাকা সহকারী সায়মন দগ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।