ভোরে ধোলাইপাড়ে তুরাগ বাসে আগুন
বিএনপির ডাকা ২৪ ঘণ্টার রেল, সড়ক ও নৌপথ অবরোধ শুরু হওয়ার আগে ঢাকার শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, সকালের দিকে রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।