রাহুল দ্রাবিড় থাকছেন ভারতের প্রধান কোচের দায়িত্বে
বিশ্বকাপ শেষে গুঞ্জন উঠেছিল ভারতের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেবেন রাহুল দ্রাবিড়। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে থাকতছেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেয়াদ বাড়ানোর প্রস্তাবে রাজি হয়েছেন রাহুল। কিন্তু ঠিক কত দিন তার মেয়াদ বেড়েছে, তা জানা যায়নি। তবে অন্তত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড় থাকছেন, এটুকু নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দ্রাবিড় সরে গেলে বর্তমান ভারত দলের সমন্বয়ে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। গত দুই বছরে তিনি ও তাঁর সহকারীরা দলটাকে যেভাবে গুছিয়ে তুলেছেন, তাতে বোর্ড কর্তারা সন্তুষ্ট। সে কারণেই দ্রাবিড়কে চেয়েছেন তাঁরা।