স্বামীর সঙ্গেও কি তাল মিলাচ্ছেন শিশির!
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। একজন ক্রিকেটার হিসেবে যেমন নাম রয়েছে। তেমনি বিজ্ঞাপনে বেশি সময় দেয়ায় তার সমালোচনাও রয়েছে। এমনও হয়েছে খেলা শেষে বাংলাদেশ টিমের সবাই যখন বিশ্রামে তখন কোটি টাকার বিজ্ঞাপনের শ্যুটিংয়ে গিয়েছিলেন সাকিব।
তবে এবার সাকিব নয় বরং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে ড্রেসের মডেল হতে দেখা গেছে। অনলাইন পেইজে প্রমোশনাল মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
সম্প্রতি নিজ ভ্যারিফাইড ফেসবুক পেইজে সাকিব পত্নি নিজের ছবি পোস্ট করেছেন। সেখানে ওই অনলাইন পেইজটি তিনি ট্যাগ করে দেন। আর ওই ছবিটি তুলে দিয়েছেন ফটোগ্রাফার মিশেল গ্রিণ।
ধারণা করা হচ্ছে স্বামীর সাথে তাল মিলিয়ে শিশিরও হয়তো বিজ্ঞাপন প্রচারণায় আগ্রহী হয়ে উঠছেন।