আলিয়ার যে গুণে মুগ্ধ শাহরুখ কন্যা সুহানা
এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট। নতুন প্রজন্মের নায়িকা সারা আলি খান থেকে জাহ্নবী কাপূর, অনন্যা পাণ্ডেদের অনুপ্রেরণা আলিয়া। মাত্র ১১ বছরের কমর্জীবনেই সাফল্যের চূড়ায় তিনি। এবার আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ কন্যা সুহানা খান। আর কটা দিন, তার পরেই ‘দি আর্চিজ’ সিরিজ়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে চলেছে শাহরুখ-কন্যার। এবার আলিয়ার অনুরাগী সংখ্যায় যুক্ত হলো সুহানার নাম। তবে আলিয়ার অভিনয় নয়, বরং অন্য যে কারণে অভিনেত্রীর গুণমুগ্ধ সুহানা সেটাই জানালেন।
৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন আলিয়া। সে দিনের অনুষ্ঠানে সব থেকে বেশি নজর কেড়েছিল আলিয়ার শাড়ি। এমনিতেই যে কোনও অনুষ্ঠান বা পুরস্কার গ্রহণে লাখ লাখ টাকা খরচ করে ডিজাইনার পোশক পরেন অভিনেত্রীরা। তবে আলিয়া যেন একেবারেই ছকভাঙা। জীবনের এই বিশেষ মুহূর্তে নতুন পোশাক নয়, পরলেন নিজের বিয়ের শাড়িই। আলিয়ার পথ দেখালেন, প্রতিটি অনুষ্ঠানের জন্য নিত্য নতুন পোশাক নয়, বরং পুরানো পোশাক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। এত সফল এক জন অভিনেত্রী হয়েও প্রকৃতির কথা ভেবে আলিয়ার এই পদক্ষেপে খুশি সুহানা। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ-কন্যা।
তিনি বলেন, আলিয়া সত্যি অনবদ্য। জাতীয় পুরস্কারের মতো মঞ্চে নিজের পুরানো শাড়ি পরে এসে আলিয়া বুঝিয়ে দেন। আলিয়া ভট্ট পোশাক ঘুরিয়ে ফিরতে পরতে পারলে আমরাও পাড়ি। আলিয়ার সঙ্গে এমনিতেই শাহরুখের পরিবারের ভালো সম্পর্ক। সম্প্রতি আলিয়া-রণবীরের মেয়ে রাহার জন্মদিনেও উপহার নিয়ে যান সুহানা।