আর্কাইভ থেকে এশিয়া

বেনিয়ামিন নেতানিয়াহু ‘গাজার কসাই’: তুরষ্কের প্রেসিডেন্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অমানবিক হত্যাযজ্ঞের পরিস্থিতিতে নেতানিয়াহুকে তিনি এই আ্খ্যা দেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়,তুরষ্কের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। এসময় রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন,নেতানিয়াহু ইতোমধ্যে ‘গাজার কসাই’ হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। গাজায় হত্যাকাণ্ড ঘটিয়ে বা ইহুদি বিরোধিতাকে সমর্থন করে সব ইহুদিকে অনিরাপদ করে তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে মাতৃভূমি রক্ষার সংগ্রামের জন্য হামাসকে একটি স্বাধীনতাকামী সংগঠন এবং  ইসরাইলকে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবেও আখ্যা দেন তুর্কি প্রেসিডেন্ট।

এএফপি’র প্রতিবেদনে আরও বলা হয়,এরদোয়ানের এই মন্তব্য ইসরাইলের সঙ্গে তুরস্কের উদীয়মান সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিচ্ছে। তাদের সম্পর্ক প্রায় এক দশক খারাপ ছিল। ওই বৈরি সম্পর্ক উন্নয়নে গত বছর আবার রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল দুই পক্ষ। তবে সম্প্রতি গাজায় ইসরায়েলের অমানবিক হামলা ও ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে তেলআবিবের সঙ্গে আঙ্কারার সম্পর্কের অবনতি হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন