ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিস্ফোরণ
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় ঘটনাস্থলে বিকট শব্দ আর ধোঁয়া দেখা যায়। এতে কার্যালয়ের স্টাফরা আতঙ্কিত হয়ে ওঠে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত কমিশনার আখতারুল ইসলাম গণমাধ্যমেকে বলেন, তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্টাফ মো.জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়ে ছিলাম। বেলা ৩ টা ৫ মিনিটের দিকে কার্যালয়ের পকেট গেটের বাম সাইটের করই গাছের ওপরের শাখাগুলোতে বিকট শব্দ হয় আর ধোঁয়া দেখা যায়। এ বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে যাই।
এএম/