রাখির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে থানায় গেলেন আদিল
চলতি বছরের প্রথম থেকে ক্রমাগত শিরোনামে থেকেছেন বলিউডের অন্যতম বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত। আদিল খান দুরানির সঙ্গে বিয়ে। সেই খবর প্রকাশ্যে আসতে না আসতেই কয়েক মাস পরেই বিবাহবিচ্ছেদ। সম্পর্কের টানাপড়েন ও সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে ছিল তাদের দাম্পত্যকলহ।
রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস জেলেও থাকতে হয়েছে আদিলের। জুলাই মাসে জেল থেকে ছাড়া পেয়েই রাখিকে শায়েস্তা করার হুমকি দিয়েছিলেন তিনি। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে থানায় গিয়েছেন আদিল। তার অভিযোগ, আদিলের একাধিক ব্যক্তিগত ভিডিও নাকি ফাঁস করেছেন রাখি।
তবে কি আদিলের অভিযোগের ভিত্তিতে এবার হাজতবাস হতে চলেছে রাখির?
জানা গেছে, আদিলের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হতে পারে— এই আশঙ্কা নাকি আগেভাগেই করেছিলেন রাখি। সেই ভাবনা থেকেই আদালতের দ্বারস্থও হয়েছিলেন এ তারকা।
‘বিগ বস্’ খ্যাত তারকার বিরুদ্ধে তার গোপন ভিডিও ফাঁসের অভিযোগ তুলে অম্বোলী থানায় এফআইআর দায়ের করেছিলেন আদিল। সেই মামলাতেই আদালতের কাছে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি। সেই আর্জিমাফিক রাখিকে অন্তর্বর্তিকালীন সুরক্ষা দিতে রাজি হয়েছে আদালত।
বিবাহবিচ্ছেদ ঘোষণার পরে আদিলের বিরুদ্ধে প্রতারণা, পারিবারিক কলোহ ও তার নগ্ন ভিডিও মোটা টাকায় বিক্রি করার অভিযোগ এনেছিলেন রাখি। আর এসব অভিযোগের ভিত্তিতে জেলে যেতে হয়েছিল আদিলকে। এবার কি সেই ঘটনার প্রতিশোধ নিতে চলেছেন আদিল? আদিলের পর কি এ বার হাজতবাস হতে চলেছে রাখিরও? তা নিয়েই এখন বলিউড মেতে আছে জল্পনার তুঙ্গে।