আর্কাইভ থেকে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর অবদানেই বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাশীল: মোরশেদ আলম

আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। এর পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিপূর্ণ অবদান রয়েছে। দেশকে অনেক এগিয়ে নিতে অনেক শ্রম দিচ্ছেন নেত্রী। বললেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নিজ নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোরশেদ আলম বলেন, আমার কাজে-কর্মে সন্তুষ্ট হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় বারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি সেনবাগের অনেক উন্নয়ন করেছি। জনগণ আমার কাজকর্মে সন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে

তিনি বলেন, এমপিরা প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে দেশের উন্নয়ন করেছে। আমি দুবার সেনবাগ থেকে এমপি নির্বাচিত হয়েছি। কিছু কাজ বাকি আছে সেনবাগে। আশা করি, এবার যদি আমি নির্বাচিত হই, বাকি উন্নয়নগুলো সম্পন্ন করে দেবো।

এ সম্পর্কিত আরও পড়ুন