তৃতীয় দিন শেষে ২০৫ রানের লিড বাংলাদেশের
নিউজিল্যন্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় দিন শেষে ২০৫ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ১০৪ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত। আর মুশফিক আছেন ৪৩ রানে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ৭ রানে পিছিয়ে থেকে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ১৯ রানে লাঞ্চে যায়। তবে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতির দলীয় ২৬ রানের মাথায় দুই ওপেনার ফিরে যান।
শুরুর সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দেন শান্ত ও মুমিনুল হক। তবে ভুল কল দিয়ে রান আউট হয়েছেন মুমিনুলও। এতে ভাঙে তাদের ৯০ রানের জুটি।
এরপর দলীয় স্কোর বাড়ানোর দায়িত্ব পরে মুশফিক ও শান্তর ওপর। তাদের সাবলীল ব্যাটিংয়ে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।