আর্কাইভ থেকে ফুটবল

র‍্যাঙ্কিংয়ে আরও পেছালো ব্রাজিল, শীর্ষে আর্জেন্টিনাই

নিজেদের সব থেকে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবশেষ তিন ম্যাচেই হারের মুখ দেখেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

টানা হারের কারণে এবার র‍্যাঙ্কিংয়েও দুঃসংবাদ পেলো সেলেসাওরা। দীর্ঘদিন শীর্ষ তিনে থাকা ব্রাজিল সবশেষ ফিফা উইন্ডো শেষে দুই ধাপ পিছিয়ে গেছে। এতে পঞ্চম স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে টেবিলের নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। নেইমারদের হটিয়ে র‍্যাঙ্কিংয়ের উপরে উঠে এসেছে ইংল্যান্ড (তৃতীয়) এবং বেলজিয়াম (চতুর্থ)।

টানা হারে এক ধাক্কায় ২৫ এর বেশি রেটিং পয়েন্ট খুইয়েছে ব্রাজিল। বর্তমানে তাদের রেটিং ১৮১২ দশমিক ২।

অন্যদিকে শীর্ষে থাকা আর্জেন্টিনার রেটিং বেড়েছে। তাদের রেটিং ৯ বেড়েছে। ১৮৬১ দশমিক ২৯ রেটিং নিয়ে সবার উপরে লে আলবিসেলেস্তেরা। এ ছাড়া ১৯৫৩ দশমিক ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন