হঠাৎ সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন
হঠাৎ বাফুফের পেশাদার লিগ কমিটির সভাপতির দায়িত্ব থেকে সরে দাড়ালেন কাজী সালাউদ্দিন। গত বছর সেপ্টেম্বরে সালাম মুর্শেদীকে সরিয়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের মাত্র ১ বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন। বাফুফের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি প্রধানের এই দায়িত্বে বসিয়ে দিয়েছেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসানকে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ বিষয় বাফুফের নির্বাহী কমিটিতে আলোচনা হয়নি। এমনকি সংশ্লিষ্ট কমিটির সদস্যরাও জানেন না যে লিগ কমিটির সভাপতি বদলে গেছে।
জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী, বাফুফের অন্যতম সহসভাপতি ও দেশের শীর্ষ ক্লাব আবাহনীর ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদও জানেন না বিষয়টি। বাফুফের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা এমন সিদ্ধান্তে বিস্মিত।
লিগ কমিটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর ইমরুল হাসান বলেন, 'বাফুফে সভাপতি আমার ওপর আস্থা রাখার উনাকে ধন্যবাদ। বিতর্ক সবজায়গায়ই আছে, ফিফাতেও আছে। বির্তকটা খেলাধুলারই একটা অংশ। আমি চেষ্টা করবো দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার জন্য।'