তৃতীয় স্থানের আশায় মাঠে নামছে আর্জেন্টিনা, দেখবেন যেভাবে
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে টাইব্রেকারে জার্মানির যুবাদের কাছে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। ফলে মেসির দেশের যুবাদের নষ্ট হয়ে গেছে প্রথমবারের মতো ফাইনাল খেলার সুযোগ। কিন্তু তাদের হাতে সুযোগ আছে তৃতীয় হয়ে আসর শেষ করার।
শুক্রবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার স্তাদিও ম্যানাহানে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মালির বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা।
এর আগেও অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা তিনবার তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে। এবার মালির বিপক্ষে জয় পেলে চতুর্থবারের মতো তারা তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ যাত্রা শেষ করবে।
আর্জেন্টিনা ও মালির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি কোনো টেলিভিশনে দেখা যাবে না। তবে ফিফা প্লাসে সরাসরি দেখা যাবে ম্যাচটি।