সরকারি চাকরিজীবী যুবককে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে!
ভারতের বিহারে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতা শুরু করেছিলেন গৌতম কুমার। তবে সদ্য চাকরি পাওয়া এই শিক্ষককে সরকারি চাকরির খেসারত যে এভাবে দিতে হবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,বুধবার(২৯ নভেম্বর) সকালে যথারীতি স্কুলে পৌঁছান শিক্ষক গৌতম। সেখান থেকেই তিন থেকে চারজন অপহরণকারী মারধর করে তাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর ২৪ ঘণ্টার মধ্যে তাকে খুনের হুমকি দিয়ে প্রায় বন্দুকের মুখে অপহরণকারী একজনের মেয়েকে বিয়ে করতে বাধ্য করা হয়।
স্কুলের অধ্যক্ষ অপহরণের বিষয়টি পুলিশ ও গৌতমের পরিবারকে জানালে, তারা থানায় অপহরণের অভিযোগপত্র দায়ের করেন।
এ প্রসঙ্গে পুলিশ জানায়, আমরা তদন্তে প্রমাণ পেয়েছি জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল গৌতমকে। তার প্রেক্ষিতেই ওই ছাত্রীর মামাকে আটক করা হয়েছে।যদিও পুলিশ অভিযানে নামার আগেই গৌতমের পরিবারের লোকজন বুধবার রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।