বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা গণতন্ত্রের সৌন্দর্য: কাদের
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা গণতন্ত্রের সৌন্দর্য। এটা কোনো অপরাধ নয়। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়। দলের ভুল নীতির জন্য, নেতৃত্বে হতাশ হয়ে, বিএনপি নেতারা নির্বাচনে আসছেন। বিএনপির এক দফা গভীর গর্তে পড়ে গেছে। ভুলের চোরাবালি আটকে গেছ বিএনপির আন্দোলন।
বিএনপি নেতা শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগ দেয়া এবং ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'উনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে এসেছেন। এটা কি অপরাধ?'
শাহজাহান ওমর জেলে ছিলেন। জেল থেকে বের হয়েই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়টি কাকতালীয় কি-না এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির অন্যান্য যে নেতারা আছেন, অপরাধের সঙ্গে বিষয়টা তুলনা করতে হবে। আপনি একজন পুলিশকে প্রকাশ্য দিবালোকে হত্যা করলেন, বিএনপির যে নেতাকর্মী যারা জেলে আছেন, তারা এ দায় এড়াতে পারেন না।'
আইনশৃঙ্খলা বাহিনীসহ সব কিছু এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। নির্বাচন সংক্রান্ত কোনো কিছু এখন আর সরকারের কথায় হয় না।'
ওবায়দুল কাদের বলেন, 'গণতন্ত্র মানে প্রতিযোগিতা। সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু প্রতিযোগিতা। এটাই গণতন্ত্র।'
এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, 'আমরা শেখ হাসিনার প্রতি, তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। তার কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার মানসিকতা আমাদের নেতাকর্মীদের আছে।'
তৃণমূল বিএনপি থেকে দাঁড়ানো প্রার্থীদের অনেকেই বিএনপি থেকে আসা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভুল রাজনীতির কারণে বিএনপির যে সমর্থন ছিল সেখান থেকে মানুষ সরে গেছে।
সংবাদ সম্মেলনে হরতাল-অবরোধে জনগণ নির্বাচন বিমুখ হয়নি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এখনো কেউ কেউ নির্বাচন ঠেকানোর অপচেষ্টায় লিপ্ত আছে। কিন্তু দেশের মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী,আনোয়ার হোসেন, নির্মল চ্যাটাজী প্রমুখ।