চাকরির প্রলোভনে ধর্ষণ, যুবলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন
চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে। নির্যাতিত ওই নারী যুবলীগ নেতার বাড়িতে অনশন করছে বলে জানা গেছে।
শুক্রবার (১ ডিসেম্বর) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া জগন্নাথ গ্রামে নির্যাতিত ওই নারী।
বিকেলের দিকে উপজেলার সিংড়াবাড়ী গ্রামে যুবলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে ওই নারী। সাংবাদিক ও পুলিশসহ বিভিন্ন দপ্তরে করা লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার সিংড়াবাড়ী গ্রামের শাহ আলীর ছেলে যুবলীগ নেতা আসলাম প্রায় এক বছর আগে চাকরি দেয়ার কথা বলে কৌশলে ধর্ষণ করে আসছে। বিষয়টি বাড়িতে জানাতে চাইলে আসলাম বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সময় নেন। এরপর বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
সম্প্রতি বিয়ের জন্য নির্যাতিত নারী চাপ সৃষ্টি করলে সুর পাল্টিয়ে সুকৌশলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রচার করার হুমকি দেয়।
এদিকে যুবলীগ নেতার মেরে ফেলার হুমকিতে পারিবারিক, সামাজিক ও জীবননাশের আশঙ্কায় প্রশাসন, পুলিশ ও গণমাধ্যমসহ বিভিন্ন দপ্তরে আবেদন করে বিচার ও নিরাপত্তা চাইছেন।
এ বিষয়ে কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।