আর্কাইভ থেকে বলিউড

ছুটির মেজাজে দীপিকা

চুটিয়ে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকান। লন্ডনে দুই বান্ধবী স্নেহা রামচন্দর ও দিব্যা নারায়ণের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। সেই ছবিই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়।

দীপিকা,-তার-বান্ধবী

ছবিতে দেখা যাচ্ছে গায়ে গরম পোশাক পরে দীপিকা। হাঁটু পর্যন্ত ওভারকোট পরে তিনি সঙ্গে পালাজো প্যান্ট। দীপিকার দুই বান্ধবীর গায়েও গরম পোশাক।

কোয়ালিটি টাইম কাটানোর পর তিন বান্ধবী লন্ডনের কোনও এক রেস্তোরাতে খেতেও গিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে বান্ধবীদের শেয়ার করা ছবি নিজের স্টোরিতেও শেয়ার করেছেন দীপিকা।

 

View this post on Instagram
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

দুই বান্ধবীর সঙ্গে সেলফিও শেয়ার করেছেন দীপিকা। অভিনেতা রণবীর সিং কমেন্টে ভালোবাসার ইমোজি দিয়েছেন।

আগামীতে দীপিকাকে প্রভাসের বিপরীতে অ্যাকশন ফিল্ম ‘কালকি ২৮৯৮ এডি’ এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দের এরিয়াল অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘ফাইটার’-এ হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে। এছাড়াও তার হাতে রয়েছে ‘সিংহম এগেইন’। অন্যদিকে রণবীরকে দেখা যাবে ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন