আর্কাইভ থেকে আওয়ামী লীগ

আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে দেশে প্রচারণা করবেন প্রবাসী নেতারা

বাংলাদেশে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে প্রচারণা এবং জনসংযোগ করবেন প্রবাসী আওয়ামীলীগ নেতারা।

শনিবার ( ২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। সেখানে বক্তারা বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে।

সভায় তুরস্ক আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ফারুক প্রিন্সকে প্রবাসী আওয়ামী নির্বাচনী ফোরামের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর ফরাজী সিআইপি, রিপন ফকির, রফিকুল্লাহ মুন্সীসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন