সাবেক স্ত্রী মালাইকার কারণেই আরবাজ খানকে ছেড়ে গেলেন মডেল প্রেমিকা!
মালাইকা অরোরার সঙ্গে ১৭ বছরের দাম্পত্যের অবসান হয়েছিল বছর পাঁচেক আগে। তার পরই বিদেশিনী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ খান।
ফের সেই প্রেমে আঘাত পেলেন আরবাজ খান। জর্জিয়াকে নিয়ে দেশ-বিদেশে ঘুরেও বেড়িয়েছেন তিনি। শোনা গিয়েছিল, তাদের বাগদানের কথাও। তবে এবার অন্য খবর, আরবাজ খানকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জর্জিয়া!
এক সাক্ষাৎকারে জর্জিয়া জানিয়েছেন, ‘আমরা ভালো বন্ধু। এই বন্ধুত্ব সারাজীবন থাকবেন। তবে বুঝতে পেরেছিলাম এই সম্পর্কের কোনও ভবিষ্যত নেই। তাই আলাদা হওয়াটাই ভালো। সেই কারণেই মিউচুয়াল ব্রেকআপ করার সিদ্ধান্ত নিই।’
উল্লেখ্য, ২০১৭ সালে বলিউডের ‘ছঁইয়া ছঁইয়া গার্ল’ মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্স হয় আরবাজের। তার কিছুদিন পর থেকেই জর্জিয়ার সঙ্গে সালমান খানের ভাইয়ের প্রেমের গুঞ্জন শোনা যায়। নিজের থেকে ২২ বছরের ছোট প্রেমিকার হাত ধরেই পাপারাজ্জির সামনে পোজ দিতেন আরবাজ। তারপর থেকে আর তার ও জর্জিয়ার সম্পর্ক নিয়ে কোনও সন্দেহের অবকাশ ছিল না।
‘গেস্ট ইন লন্ডন’, ‘ওয়েলকাম টু বজরংপুর’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন জর্জিয়া। তবে বলিউডে এখনও অভিনেত্রী হিসেবে কোনও সাফল্য তিনি পাননি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় আরবাজের প্রেমিকা। তবে হঠাৎ কী এমন ঘটল যার জন্য এমন সিদ্ধান্ত নিলেন জর্জিয়া!
নিন্দুকরা মনে করছেন, এর নেপথ্যে নাকি রয়েছে মালাইকা। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক তিক্ত হওয়ার পর নাকি আরবাজের প্রতি ফের প্রেম জেগেছে মালাইকার। ঘন ঘন নাকি মালাইকা দেখাও করছেন আরবাজের সঙ্গে। আর তা জানতে পেরেই জর্জিয়া সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।