আর্কাইভ থেকে দেশজুড়ে

ইউএনওর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রকৌশলীর মৃত্যু

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে এলজিইডির একজন প্রকৌশলী নিহত হয়েছেন।  এ সময় আহত হন আরও তিনজন।

শনিবার (২ ডিসেম্বর) গভীর রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতমেড়া ইউনিয়নের চাওয়াই সেতু সংলগ্ন পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তেঁতুলিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে ইউএনও ফজলে রাব্বি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল আমিন, আইসিটি সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার এবং নিহত প্রকৌশলী আবু সাঈদ- তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়লে ঘটনাস্থলেই প্রকৌশলী আবু সাঈদ মারা যান। আহন হন অন্য তিন কর্মকর্তা। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার আল আমিনের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি প্রদীপ কুমার আরও জানান, গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন