মনোনয়ন বাতিল হলো বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের
ব্যাংক ঋণের তথ্য গোপন করায় কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিল করেন।
তিনি জানান, হলফনামায় মামলার ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ বিষয়ে মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জন বলেন, আমি সরকারের সঙ্গে আঁতাত করিনি এটি স্পষ্ট। সরকারের ভাগবাটোয়ারা জন্য প্রার্থী হইনি সেটি আজ আবারও প্রমাণিত হয়েছে। বিস্তারিত দেখে আপিল করবো কিনা জানাবো।
এছাড়া কিশোরগঞ্জ-২ আসনে হলফনামায় মামলার তথ্য গোপন করায় গণতন্ত্রী পার্টির প্রার্থী আশরাফ আলী ও তৃণমূল বিএনপির প্রার্থী আহসান উল্লাহর মনোনয়ন বাতিল করা হয়।
এ আসনে প্রার্থীরা হলেন, বর্তমান এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন (স্বতন্ত্র), বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ (আওয়ামী লীগ), আলেয়া (এনপিপি) ও মো. বিল্লাল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট), মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (গণফ্রন্ট)।