আর্কাইভ থেকে দেশজুড়ে

২০ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে পঞ্চগড়ের দুইটি আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড় ০১ আসনে ১১ জন ও পঞ্চগড় ০২ আসনে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর বাতিল হয়েছে পঞ্চগড় ০১ আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র।

রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম জানিয়েছেন পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা, বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মজাহারুল হক প্রধান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট সহ ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

অপরদিকে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন এমপি  সহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন