আর্কাইভ থেকে বিএনপি

ইউএনও-ওসিদের বদলি হাসি তামাশার নাটিকা : রিজভী

জনগণের বিরুদ্ধে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনই সংবিধানের সারবত্বা ভুলুণ্ঠিত করেছে। এখন আওয়ামী ঘরোয়া নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের কথা মানে জনগণের সাথে কমিশনের ঠাট্টা করা। ইউএনও ও ওসিদের বদলির সিদ্ধান্তটিও আওয়ামীমনা ইউএনও ওসিদের রদবদল মাত্র। সমগ্র প্রক্রিয়াটিও হাসি তামাশার নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ রোববার (৩ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার, বাড়-বাড়ি তল্লাশি করা হচ্ছে। আক্রমণ, হামলা, হত্যা ও জখমের এক ভয়ানক পরিবেশের মধ্যে চরম ভয়-ভীতির মধ্যে দিন যাপন করছে মানুষ। সেখানে নির্বাচন কমিশন কিসের প্রশাসনিক রদবদল করছে? কমিশন পৃথিবীর সর্ব যুগের নিকৃষ্টতম নির্বাচনের তামাশার আয়োজনের প্রতি জনগণের মোটেও কোন ভ্রুক্ষেপ নেই।

তিনি বলেন, কাজী হাবিবুল আওয়াল কি জানেন না তার এই তামাশার নির্বাচনকে নিশ্চিত করতে গণতন্ত্রকামী দলগুলোর নেতা-নেতাকর্মীদের বাড়ি-ঘর ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। বাড়ির নারীদের অপদস্ত করছে। এমন রাতের আধাঁরে মুখোশ কিংবা হেলমেট পড়ে এসব হামলায় জড়িতরা সরকারি বাহিনী ও যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডার।

রিজভী বলেন, চলতি বছরের ১১ মাসে ২৯৬ জন সাংবাদিক খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনার শাসনকাল এযেন দেশের জনপদের পর জনপদে বধ্যভূমি সৃষ্টির শাসনকাল, মানুষের মানবাধিকার লুন্ঠনের শাসনকাল। লুটেরা চক্রের কারণে দেশের নতুন প্রজন্মকে ঋণে ডুবিয়ে দেয়ার শাসনকাল, দুর্নীতিবাজদের দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানানোর শাসনকাল, কৃষক-শ্রমিক-দিনমজুর, স্বল্প আয়ের মানুষের অর্ধাহারে অনাহারে দিন কাটানোর শাসনকাল।

এ সম্পর্কিত আরও পড়ুন