কোপা আমেরিকার ড্র যেদিন, ব্রাজিল-আর্জেন্টিনা যে পটে
আগামী বছর জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। আসরটিকে সামনে রেখে ৭ ডিসেম্বর মায়ামিতে ড্র অনুষ্ঠিত হবে।
এবার কোপায় ১৬টি দল অংশ নেবে। এরই মধ্যে ১৪ দল আসন্ন এই টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে। আর প্লে-অফ থেকে আসবে অন্য দুই দল।
১৬ দলকে ভাগ করা হয়েছে মোট চারটি পটে। প্রাথমিক ড্রতে পট-১ এ আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের সঙ্গী হয়েছে কনকাকাফ অঞ্চলের সেরা দুই দল যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। দুই নম্বর পটে উরুগুয়ে ও কলম্বিয়াকে রাখা হয়েছে। অর্থাৎ গ্রুপ পর্বে উরুগুয়ে ও কলম্বিয়া ব্রাজিল বা আর্জেন্টিনাকে পেতে পারে।
পট-১ : আর্জেন্টিনা, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো পট ২ : উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু পট ৩ : চিলি, পানামা, ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে পট ৪ : জামাইকা, বলিভিয়া ও প্লে অফ থেকে আসা দুই দল।