আর্কাইভ থেকে দেশজুড়ে

পিকআপ ভ্যানে আগুন

নবম দফা অবরোধে প্রথম দিন রাতে রাজধানীর রামপুরায় এলাকায় একটি ছোট পিকআপভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন গণমাধ্যমে বলেন, রাত ৮টার দিকে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রবিবার দুপুরে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন