শিক্ষাক্রম নিয়ে ভুল ব্যাখ্যা, সতর্কবার্তায় যা জানালো এনসিটিবি
নতুন শিক্ষাক্রম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিরুপ ধারণা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠি।আমাদের জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থী কাজকে শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত বলে অপপ্রচার করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
রোববার (৩ ডিসেম্বর) রাতে এনসিটিবি সচিব মোসাঃ নাজমা আখতার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে সংস্থাটি।
এনসিটিবি জানায়, শিক্ষার্থীদের নবীর ছবি আকতে বলা হয়েছে লিখে মিথ্যাচার করছে এই গোষ্ঠি যা সম্পূর্ন মিথ্যা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হিন্দি গানের সাথে স্কুলের ড্রেস পরা শিক্ষার্থীদের অশ্লীল নাচ এবং কিছু লোক ব্যাঙের লাফ ও হাঁসের ডাক দিচ্ছে এমন ভিডিও প্রচার করে বলা হচ্ছে এটি নতুন শিক্ষাক্রমের অংশ।মিথ্যা অপপ্রচারের মাধ্যমে যারা এসব কার্যক্রম চালাচ্ছে বিজ্ঞপ্তিতে তাদের সতর্ক করা হয়।
প্রসঙ্গত, ২০২৩ শিক্ষাক্রম চালুর পরে অভিভাভবকদের একাংশের সমালোচনার মুখে পড়েছে সরকার। শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে গেলো ২৩ নভেম্বর চারজনকে আটকও করেছে ডিবি।