আবারও মোদি ম্যাজিক, ৪ বিধানসভার ৩টিতেই পদ্ম ফোটালেন
ভারতে বিধানসভা নির্বাচনে আবারও নরেন্দ্র মোদি ম্যাজিক। এই ম্যাজিকেই বিজয়ী হয়ে চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা দল (বিজেপি। আনন্দবাজারসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার(৩ ডিসেম্বর)সন্ধ্যা থেকে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল দিতে থাকে।
ভারতীয় সময় সাড়ে ৯টার দিকে ভারতের নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ি,মধ্যপ্রদেশ,রাজস্থানও ছত্তিশগড় রাজ্যে বিজেপি জয়লাভ করেছে।অন্যদিকে তেলেঙ্গানায় সরকার গঠন করতে চলেছে কংগ্রেস।
ঘোষিত ফলাফল অনুযায়ি,মধ্যপ্রদেশে ২৩০ আসনের বিধানসভায় ১৬৪টিতে জয় পেয়েছে বিজেপি।কংগ্রেসের দখলে গেছে ৬৫টি আসন। অন্য একটি পেয়েছে নির্দলীয় প্রার্থী।,
রাজস্থানে মোট আসন ২০০টি।সেখানে সরকার গঠনে প্রয়োজন ১০১টি আসন। রাজ্যটিতে বিজেপি পেয়েছে ১১৫টি। আর কংগ্রেস পেয়েছে ৬৯টি। এছাড়া, বিএসপি ২ ও অন্যান্য প্রার্থীরা ১৩টি আসন পেয়েছে।
ছত্তিশগড় রাজ্যে মোট আসন ৯০টি। সেখানে সরকার গঠনে প্রয়োজন ৪৬টি আসন। রাজ্যটিতে বিজেপি পেয়েছে ৫৪টি আসন। আর কংগ্রেস ৩৫ টি এবং অন্য একটি আসনের দখল নিয়েছে নির্দলীয় প্রার্থী।
দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় মোট আসন ১১৯টি। সেখানে সরকার গঠনে প্রয়োজন ৬০টি আসন। রাজ্যটিতে কংগ্রেস ৬৪টি আসন পেয়ে সরকার গঠনের পথে।অন্যদিকে, স্থানীয় দল বিআরএস পেয়েছে ৩৯টি আসন। এছাড়া,বিজেপি ৮টি, এআইএমআইএম ৭টি ও অন্য ১টি আসন পেয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বর মাস জুড়ে এই চারটি রাজ্যসহ মিজোরামে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৪ ডিসেম্বর) মিজোরাম নির্বাচনের ভোট গণনা করা হবে। আসছে বছরের মে মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে বিধানসভার এই নির্বাচন অনেকটা প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।