আর্কাইভ থেকে ঢালিউড

শাকিবের মন্তব্যের উত্তরে বুবলীর স্ট্যাটাস

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই ঢালিউড সুপার স্টার শাকিব খানকে নিয়ে। অভিনেত্রী অপু বিশ্বাস ও বুবলীর সাথে তার সম্পর্ক নিয়ে প্রতিনিয়তই নানা ইস্যু সামনে আসে। অবশ্য শাকিব খান বলেই দিয়েছিলেন, অপু বিশ্বাস ও বুবলী- দুইজনই এখন আমার জীবনের অতীত। তবুও আবারও বুবলিকে নিয়ে মুখ খুলেছেন তিনি। আর এরই প্রতিক্রিয়ায় ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দিয়েছেন বুবলি।

মূলত সম্প্রতি বুবলীকে নিয়ে একটি গণমাধ্যমে শাকিব খান বলেন, এই মহিলার কোন অস্তিত্ব নেই আমার জীবনে। তাকে নিয়ে আমি কেন কথা বলবো। তিনি আরও বলেন, তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। তার ঘটনাগুলোয় আমি অনেক কিছু আমার ঘাড়ে নিয়েছি। আমার ওপর দিয়ে দোষ গেছে, আমি চুপ করে বসে ছিলাম। তাদের বিরুদ্ধে কখনও কিছু বলতে চাইনি। আজও বলছি না।

আর এ বিষয়টি চোখ এড়ায়নি অভিনেত্রী বুবলীরও।

শাকিব, বুবলি

শাকিব খানের এসব মন্তব্যের জেরে সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার (৪ ডিসেম্বর) সকালে একটি স্ট্যাটাস দেন বুবলি।

শাকিব খানের নাম উল্লেখ না করেই তিনি লিখেছেন, ‘ভূতের মুখে রাম রাম (নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’

মূলত, শাকিব-বুবলীর মধ্যে নতুন করে এই তিক্ততার শুরু গত মাস থেকেই। গত মাসে একটি টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সাথে শবনম বুবলীর প্রেমের গুঞ্জন ওঠে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ নিয়ে মুখ খোলেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নিও। এরপর তাপস-বুবলীর প্রেম নিয়ে তার ও অভিনেত্রী অপু বিশ্বাসের কথোপকথনের একটি কল রেকর্ড ফাঁস হলে গোটা বিষয়টি সামনে আসে।

সে সময় দরদ সিনেমার শুটিংয়ের জন্য ভারতে ছিলেন শাকিব খান। ব্যস্ততার মাঝেও পুরো বিষয়টি নজর এড়ায়নি তার। অবশ্য তখন কিছু না বললেও দেশে ফিরে গণমাধ্যমের কাছে এ নিয়ে মুখ খোলেন এ ঢালিউড সুপারস্টার।

এ সম্পর্কিত আরও পড়ুন