ব্রাজিলিয়ান ক্লাবের অধ্যায় শেষ সুয়ারেজের
ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওয়ের হয়ে অধ্যায় শেষ করলেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইজ সুয়ারেজ। ক্লাবটির হয়ে শেষ ম্যাচটা খেলে ফেললেন তিনি। মাঠ ভর্তি দর্শকদের সামনে বিদায় নিয়েছেন এই ফরোয়ার্ড।
রোববার রাতে অ্যারেনা দি গ্রেমিওতে ভাস্কো ডা গামার বিপক্ষে দলের জয়ে গোলও করেছে সুয়ারেজ। তার করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রেমিও। ম্যাচের শেষ বাঁশি বাজার পর গ্যালারির সব ভক্ত-সমর্থক দাঁড়িয়ে সম্ভাষণ জানান সুয়ারেজকে। এসময় সুয়ারেজের সঙ্গে ছিলেন তার স্ত্রী সোফিয়া ও সন্তানেরা।
এই ম্যাচটি শেষে এখন ফ্রি এজেন্ট হয়ে গেলেন ৩৬ বছর বয়সী সুয়ারেজ। এখন দলবদল ফি ছাড়াই সুয়ারেজকে দলে ভেড়াতে পারবে যে কোন ক্লাব। তার পরবর্তী গন্তব্য হতে পারে ইন্টার মায়ামি। সেখানে গেলে পুরোনো সতীর্থ লিওনেল মেসি, সার্জিও বুসকেটস ও জর্দি আলবার সঙ্গে আবার দেখা যাবে এই উরুগুয়েন কিংবদন্তিকে।